আফগানিস্তানের নতুন বোলিং কোচ শন টেইট

আফগানিস্তানের নতুন বোলিং কোচ শন টেইট

খুব অল্প সময়েই বিশ্বে নিজেদের ক্রিকেটের জন্য সুখ্যাতি কুড়িয়েছে আফগানরা। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট তিন ফরম্যাটেই প্রতিনিয়ত উন্নতি করে যাচ্ছে আফগানরা৷ স্বল্প সময়ের আফগানদের এই সাফল্যে রয়েছে বোলারদের অনেক অবদান। এবার তাদের বোলিং ইউনিট আরও শক্তিশালী করতে আফগান দলের নতুন বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অজি ফাস্ট বোলার শন টেইট।

প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব পেলেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং না করালেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়েছেন তিনি। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের কোচিং স্টাফের অংশ ছিলেন। অজিদের হয়ে ৩৫ ওয়ানডে, ২১ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলেছেন তিনি।

মূলত হেড কোচ ক্লুজনারের চাওয়াতেই দায়িত্ব দেয়া হয়েছে টেইটকে। এ কথা জানিয়ে টেইট বলেছেন, গত কয়েক মাস ধরেই এ বিষয়ে আলোচনা চলছিল। এখন আমি দায়িত্ব নিতে চলেছি। মূলত ক্লুজনার চাচ্ছিলেন বোলিংটা যেন অন্য কেউ দেখে। তাই এটি হলো।

সবাই এতদিনে জেনে গেছে আফিগানস্তানের মুল শক্তি স্পিন৷ এবার তাদের পেস শক্তিকে ধারালো করতেই টেইটকে নিয়োগ দিয়েছে আফগান ক্রিকেট। চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত শন টেইট। এই বিষয়ে টেইট বলেন, তিনি আরো বলেন, সবাই শুধু আফগানিস্তানের স্পিনারদের নিয়ে কথা বলে। তাই আমার অন্যতম কাজ হলো, মানুষ যেন দলটির ফাস্ট বোলারদের নিয়েও ভাবতে শুরু করে। কিছু কাজ করতে হবে। আমি আশাবাদী দলটিকে কিছু দিতে পারব। বিশেষ করে ডেথ ওভারের জন্য পেসারদের তৈরি করার বিষয়ে।

মন্তব্যসমূহ (০)


Lost Password