বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে পরীক্ষা

বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে পরীক্ষা
MostPlay

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি'র নির্দেশনা অনুযায়ী পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চলছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দ্রুত ক্লাস শুরুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

করোনা মহামারির কারণে বন্ধ থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত বছরের ২০ মার্চ। সংক্রমণ বাড়ায় তা পিছিয়ে এ বছরের ১৮ ফেব্রুয়ারি শুরু হয়। অনুষ্ঠিত হয় কলা অনুষদের দু'টি পরীক্ষা। কিন্তু আবারো একই কারণে সরকারি নির্দেশনায় পরবর্তী সব পরীক্ষা স্থগিত করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৬০০ জন শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছেন। আজ রোববার সকাল ও বিকেলে দুই পালায় ওই পরীক্ষা হয়। এদিন ৮টি বিভাগের বিভিন্ন সেমিস্টারের ১২টি পরীক্ষা হয়। তবে ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থীর করোনার উপসর্গ থাকায় এই বিভাগের পরীক্ষা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা দেওয়া, গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ৩ জুন বেলা তিনটায় একাডেমিক কাউন্সিলের সভাপতি ও উপাচার্য এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে একাডেমিক কাউন্সিল সশরীর ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা নেওয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়।

একাডেমিক কাউন্সিলের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এতে করোনা সংক্রমণের কারণে প্রতি বেঞ্চে একজন করে বসে পরীক্ষা দেন। এতে ১০ জন শিক্ষার্থীর জন্য ১ জন করে পরিদর্শক ছিলেন। আজ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ, স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের দ্বিতীয় বর্ষ, মার্কেটিং দ্বিতীয় বর্ষ, লোক প্রশাসন নতুন ও পুরোনো দ্বিতীয় বর্ষের দুটি ব্যাচ, পরিসংখ্যান বিভাগের দুটি ব্যাচ, ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষ, আইসিটি বিভাগের তৃতীয় ও প্রথম বর্ষ, আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, স্থগিত পরীক্ষা দিতে পারায় ভালো লাগছে তাদের। সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনেই পরীক্ষা দিয়েছেন তারা। পাশাপাশি শিক্ষকরাও ছিলেন যথেষ্ট সতর্ক।

মন্তব্যসমূহ (০)


Lost Password