গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম আজাদ

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম আজাদ

গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার বিকালে গণতান্ত্রিক বাম ঐক্য’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম। উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী,  সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান।

সভার শুরুতে বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় নেতৃবৃন্দ চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, বন্ধ মিল-কারখানা আধুনিকায়ন করে চালু করা ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন।

এ সময় নেতৃবৃন্দ গণতান্ত্রিক বাম ঐক্য’র ধারাবাহিক সমন্বয়ক পরিবর্তন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)’র আহ্বায়ক আবুল কালাম আজাদকে গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ১লা মার্চ ২০২১ইং থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

অতীতে জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক বাম ঐক্য যেভাবে রাজপথে ছিল ও বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করে জোটের সমন্বয়ক কমরেড সামছুল আলম সভা শেষ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password