ঢাকা প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জিতলো আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জিতলো আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালে আনামুল বিজয়-মোস্তাফিজদের প্রাইম ব্যাংককে ৮ রানে হারিয়ে হ্যাট্ট্রিক শিরোপা ঘরে তুললো আবাহনী। বল হাতে দারুণ শুরু করার পরেও আবাহনীর হ্যাটট্রিক শিরোপা আটাকাতে পারেনি প্রাইম ব্যাংক। ব্যাট-বলে সাইফুদ্দিনের দুর্দান্ত পারফর্মেন্সে প্রাইম ব্যাংককে পরাজিত করে টনা তিনবার শিরোপা উল্লাসে মেতে উঠলো আকাশী নীল জার্সি ধারীরা। ব্যাট হাতে অপরাজিত ২১ ও বল হাতে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে নড়বড়ে হয় প্রাইম ব্যাংকের। স্কোর বোর্ডে ৪৬ রান তুলতেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বসে তারা। ফাইনালের মতো গুরুত্বপুর্ণ ম্যাচে জ্বলে উঠতে পারেননি রনি(১), বিজয়(১৩), মিথুন(৬)ও রকিবুলরা(৪)। প্রাইমের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারলেও জ্বলে উঠেছিলেন আবাহনীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। রনি তালিকদার ও অধিনায়ক আনামুল বিজয়কে ফিরে দিয়ে প্রাইমের মেরুদন্ড ভেঙে দেন এই পেসার। নাহিদুল(১০) ও নাইম(১৯) হাসানকে নিয়ে বিপর্যয় কাটানোর চেষ্টা করেন ওপেনার রুবেল মিয়া। দলীয় ৯৮ রানের সময় ব্যাক্তিগত ৪১ রানে রুবেল মিয়া ফিরে গেলে প্রাইম ব্যাংকের জয়ের আশা ফিকে হয়ে যায়। প্রাইম ব্যাংকের লোয়ার অর্ডারদের মাথা তুলে দাঁড়াতে দেননি সাকিব-সাইফফুদ্দিনরা। শেষদিকে অভিজ্ঞ অলোক কাপালি একাই চেষ্টা করেছেন প্রাইম ব্যাংককে জয়ের বন্দরে নেয়ার জন্য। তার অপরাজিত ১৭ বলে ৩৪ রানের ইনিংস শেষদিকে ম্যাচে কিছুটা উত্তাপ ছড়ালেও আবাহনীর জয়ে কোন প্রভাব ফেলতে পারেনি। নির্ধারীত ২০ ওভার শেষে জয় থেকে ৮ রান দূরে ৯ উইকেটে ১৪২ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। আবহনীর মোহাম্মদ সাইফুদ্দিন ৪ ওভার বল করে ৩৬ রানে ৪ উইকেট শিকার করেন।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করেতে নেমে মোস্তাফিজ ও শরিফুলদের বোলিং তোপে দ্রুত উইকেট হারাতে আবাহনী। ৩১ রানে ৩ উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন মিলে ৭০ রানের জুটি গড়লে ঘুড়ে দাঁড়ায় আবহনী। শান্ত ৪৫ ও মোসাদ্দেক ৪০ রান করেন। শেষদিকে সাইফুদ্দিনের অপরাজিত ১৩ বলে ২১ রানের সুবাদে নির্ধারীত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে আবাহনী। প্রাইম ব্যাংকের রুবেল ২ উইকেট লাভ করেন। এছাড়া শরিফুল, মোস্তাফিজ ও নাহহিদুল ১টি করে উইকেট শিকার করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password