জালে উঠল বিশাল বাক্স, খুলতেই শত কোটি টাকার জিনিস

জালে উঠল বিশাল বাক্স, খুলতেই শত কোটি টাকার জিনিস
MostPlay

সাগরে গিয়েছিলেন মাছ ধরতে। কিন্তু সেই মাঝ ধরার জালে যা ধরা পড়ল, তা দেখে চক্ষু চড়কগাছ জেলেদের। এমনো যে হতে পারে তা তারা মোটেই কল্পনাও করেননি। জালে যখন বড় ব্যারেল আকৃতির বাক্সটি উঠলো তখন জেলেরা ভেবেছিলেন ফেলে দেওয়া জিনিস, কিন্তু বাক্স খুলতেই দেখা গেল, ভিতরে রয়েছে শত কোটি টাকা মূল্যের জিনিস!

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের মামল্লাপুরমের সমুদ্র সৈকতে। সাগরে জেলেদের জালে যখন একটি ব্যারেল ওঠে, তখন তার ওপরে লেখা পড়ে তারা ভাবলেন এটি একটি চায়ের টিন। কারণ সেখানে লেখাই ছিল 'রিফাইন্ড টি'। কিন্তু আপাতভাবে চায়ের টিন মনে হওয়া সেই ব্যারেল খুলতেই দেখা গেল, ভিতরে রয়েছে সাদা পাউডারের প্যাকেট। সঙ্গে সঙ্গে তারা খবর দিল পুলিশকে।

পুলিশ বিষয়টি দেখে জানালো, এই ব্যারেলে রয়েছে ৭৮ কেজি মাদক। যার দাম প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। পুলিশ মনে করছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো মাদক পাচারকারি দল কোনো মতলবে এটি সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। পরে সেটা মৎসজীবীদের হাতে এসে পড়ে। গোটা ঘটনার তদন্ত চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password