যশোরে জেলাতে বার্মিজ চাকুসহ যুবক আটকের ঘটনায় আদালতে মামলা

যশোরে জেলাতে বার্মিজ চাকুসহ যুবক আটকের ঘটনায় আদালতে মামলা

যশোর সদরের রঘুরামপুর মধ্যপাড়া থেকে বার্মিজ চাকুসহ সাইদ হোসেন (২৬) নামে একচন যুবকে আটকের ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। এদিকে আটক সাইদ রঘুরামপুর মধ্যপাড়া গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে।

কসবা ফাঁড়ির এস আই খায়রুল আলম বাদি হয়ে সোমবার (২৭ ডিসেম্বর ২০২১) মামলা করেছরন পুলিশ। খায়রুল আলম জানিয়েছেন, সোমবার বিকেলে তিনি গোপনে খবর পান রঘুরামপুর গ্রামের পশ্চিমপাড়ায় জনৈক গোলাম মোস্তফার বাড়ির সামনে পাকা রাস্তার উপর কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে জনমনে, ভীতি ও আতংক সৃষ্টি করছেন বলে জানা গেছে।

এখবরের ভিত্তিতে সেখানে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাইদকে আটক করা হয়। এ সময় অজ্ঞাত নামা ৬/৭ জন আসামি দৌঁড়ে পালিয়ে যায়। আটক সাইদের দেহ তল্লাসী করে তার জিন্সের প্যান্টের পকেট থেকে একটি স্টীলের সাড়ে ৫ ইঞ্চি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। সাইকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password