চীনে সরকারি ভবনে বোমা হামলা, নিহত চার

চীনে সরকারি ভবনে বোমা হামলা, নিহত চার

চীনের দক্ষিণাঞ্চলে সরকারি একটি ভবনে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় চারজন নিহত হয়েছে। বিস্ফোরণে জড়িত ব্যক্তিও নিহত হয়েছে বলে ধারণা করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ বলছে, ওই হামলা চালিয়েছেন ৫৯ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তি।  বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছে এবং মারা গেছে চারজন।

গুয়ানঝৌয়ের মিংজিংয়ে ওই বিস্ফোরণ ঘটেছে গতকাল সোমবার। বিস্ফোরণ যে গ্রামে ঘটেছে, সেখানে তিন হাজার মানুষ বসবাস করে। হামলায় সরকারি স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি কর্মকর্তাদের ধারণা, জমিজমাসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভবনে হাতবোমা মারা হয়। যদিও এই অভিযোগ স্বাধীনভাবে পর্যালোচনা করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সূত্র : এনডিটিভি।

মন্তব্যসমূহ (০)


Lost Password