নওগাঁর পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহেশপুরে ইজিবাইকের চাপায় আরিফা খাতুন বন্যা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। নওগাঁর পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের বামইল শাখা সড়কে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশু কাঁটাবাড়ি গ্রামের আনারুলের মেয়ে।

ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীর দেয়া তথ্যমতে জানা যায়, মঙ্গলবার (২৪আগস্ট) সকালে মহেশপুর-বামইল শাখা সড়কের পাশে বন্যা খেলা করছিলো। হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি ইজিবাইক রাস্তার পাশে থাকা বন্যাকে চাপা দেয়। সে সময় চালক ও স্থানীয়রা তৎক্ষনাত ওই ইজিবাইকটিতেই শিশুটিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।

নিহত শিশুর স্বজনরা জানান, শিশুটি তার মায়ের সাথে মহেশপুরে তাদের আত্নীয়ের বাড়িতে বেড়াতে আসে। রাস্তায় একটি বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে তারা দেখে শিশুটি ইজিবাইকের চাকার নিচে পড়ে আছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, নিহত শিশুর পরিবার থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password