মান্দায় উত্তরা ডিগ্রী কলেজের পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মান্দায় উত্তরা ডিগ্রী কলেজের পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর মান্দা উপজেলার উত্তরা ডিগ্রি কলেজ তার প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে।

দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, স্মৃতিচারণ, আলোচনা সভা, গুণীজন সম্মাননা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে এক রঙিন ব্যানারে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মোঃ মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন উত্তরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মালশিরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী অজিত কুমার। এছাড়াও বক্তব্য রাখেন মান্দা উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা। উৎসবের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত উত্তরা ডিগ্রি কলেজ শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাপনী বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান কলেজটিকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কলেজ ক্যাম্পাসকে আনন্দমুখর করে তোলে, যা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচন করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password