মেয়েটি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো। তাই বড় হয়ে নার্স হওয়ার ইচ্ছে তার। সেই কারণে উচ্চমাধমিক পরীক্ষার পর নার্সিংয়ের জন্য আবেদন করে। এরপর ঐ মেয়ে টিকেও যায় সে। তবে মেয়ের পড়ার খরচ জোগাবেন কীভাবে? নার্সিং পড়তে তো অনেক খরচ। মেয়ের স্বপ্ন কীভাবে পূরণ করবেন বাবা, এই চিন্তা তাকে মানসিক অবসাদের দিকে নিয়ে যায়।
আর এতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বসেন ৪০ বছর বয়সী বাবা রতন চৌধুরী। জানা যায়, ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বালুরঘাটে। রতন চৌধুরী পেশায় একজন মুদি ব্যবসায়ী। বাড়িতে বৃদ্ধ বাবা-মা এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে-মেয়েকে নিয়ে কোনোরকমে সংসার চালাতেন তিনি। রতন চৌধুরী এক আত্মীয় জানান, মেয়ের নার্সিংয়ের টাকা জোগাড় নিয়ে মানসিক অবসাদে ভুগছিল রতন চৌধুরী। যার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন