মামুনুল হককে দেখতে এসে আটক হলেন ২ জন

মামুনুল হককে দেখতে এসে আটক হলেন ২ জন

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে দেখতে এসে দুই অনুসারী গ্রেপ্তার হয়েছেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় সোমবার (১৩ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা কেরানীগঞ্জের কালিন্দী গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মাহমুদুল হাসান (২২) ও টাঙ্গাইলের বেড়ীপটল গ্রামের মো. আয়নাল হকের ছেলে মোহাম্মদ আলী (২২)। মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, আদালতের কার্যক্রম শেষে মামুনুল হককে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল তখন কিছু অনুসারী পিছু নেন।

এ সময় তারা স্লোগান দেওয়ার চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, আমরা দুজনকে আটক করেছি। তারা সোনারগাঁ থানার নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password