যারা থাকলেন অবিক্রিত আইপিএল নিলামে

যারা থাকলেন অবিক্রিত আইপিএল নিলামে
MostPlay

আইপিএল ২০২২ এর নিলামে এখনও পর্যন্ত অবিক্রিত রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম উঠলেও সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। সাকিব আল হাসানের মতোই এখনও পর্যন্ত অবিক্রিত রয়েছেন স্টিভেন স্মিথ, সুরেশ রায়না ও ডেভিড মিলার।

এখনও পর্যন্ত সর্বোচ্চ ১৫ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ভারতের ইশান কিষান। সদ্যই সাকিব এমন রেকর্ড করেছেন যা বিশ্ব ক্রিকেটে আর কারও নেই। টানা ৫ ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার রেকর্ড গড়েছেন গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি)। অথচ তার পরদিন আইপিএলের নিলামে তাকে ঘিরে আগ্রহ দেখায়নি কোনো দল। গত বছর নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু এবার সাকিব আল হাসানকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি শাহরুখের দল। এমনকি নিলামের আসরেও আগ্রহ দেখায়নি কেকেআর। তবে এখনও শেষ হয়ে যায়নি সাকিবের আইপিএল। দল পাওয়ার সুযোগ তার জন্য থাকছে আগামীকালও। শুধু তাই নয়, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দল।

নিলামে নবির ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। এক নজরে দেখা নেয়া যাক, আইপিএলে নিলামের প্রথম দিনে অবিক্রিত থেকে গেলেন কোন কোন ক্রিকেটার। সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, স্টিভেন স্মিথ,সুরেশ রায়না, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান শাহা, স্যাম বিলিংস, আদিল রশিদ, মুজীব উর রহমান, ইমরান তাহির, অ্যাডাম জাম্পা- এখনও পর্যন্ত বিক্রি হননি কেউই।

মন্তব্যসমূহ (০)


Lost Password