পুড়ছেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থামছে না দাবানল

পুড়ছেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থামছে না দাবানল
MostPlay

এখনও পুড়ছে ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আগুন ছড়িয়েছে রাজ্যের উত্তরাঞ্চলীয় বনভূমিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল নতুন কিছু নয়। নতুন করে পুড়ে গেছে অঙ্গরাজ্যের আরও প্রায় সাড়ে পাঁচ হাজার একর এলাকা। শুষ্ক বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। লোকালয়েও পৌঁছে গেছে আগুনের লেলিহান শিখা।

গোটা এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রাণহানির আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়া নির্দেশ দিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েক হাজার কর্মী। এবছরের ভয়াবহ দাবানলে পুড়ে গেছে রাজ্যটির ২২ লাখ একরের বেশি বনভূমি। তীব্র দাবদাহ ও খরার কারণে ভয়াবহ এ বিস্তার বলছেন বিশেষজ্ঞরা।

ক্যালিফোর্নিয়ার সেকুইয়া জাতীয় পার্কে হাজার বছরের পুরানো সেকুইয়া গাছগুলোকে দাবানল থেকে রক্ষা করার জন্য অ্যালুমিনিয়াম দিয়ে মুড়ে দেয়া হচ্ছে। ফায়ারজেটের ওই অ্যালুমিনিয়াম দিয়ে মুড়ে দেয়া হলে গাছগুলো অন্তত ৫৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়ও ঠান্ডা থাকবে। কেননা, এ ধরনের অ্যলুমিনিয়াম আগুন ও বিস্ফোরনের ব্যাপক তাপ বিকিরণ করতে।

সুত্রঃ ভয়েস অব আমেরিকা

মন্তব্যসমূহ (০)


Lost Password