আইপিএলকে টেক্কা দিতে আসছে নতুন ফ্রাঞ্চাইজি লিগ

আইপিএলকে টেক্কা দিতে আসছে নতুন ফ্রাঞ্চাইজি লিগ
MostPlay

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জাঁকজমক এবং ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে স্বীকৃত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ কথা অস্বীকারের জো নেই। তাছাড়া আইপিএলে টাকার ছড়াছড়ি তুলনামূলক বহুগুনে বেশি। যে কারণে খেলোয়াড়রাও এতে অংশ নিয়ে মরিয়া। তবে এবার আইপিএলকে টেক্কা দিতে আসছে এমিরেটস ক্রিকেট লিগ। বলা হচ্ছে, সেখানে নাকি আইপিএলের চেয়েও বেশি টাকা উড়বে।

আগামী বছরেই চালু হতে যাচ্ছে এই এমিরেটস ক্রিকেট লিগ। প্রথম আসরে এতে অংশ নেবে ৬ দল, লিগের নাম দেওয়া হয়েছে, ইটিএল অর্থাৎ এমিরেটস টি-টোয়েন্টি লিগ। গোটা আসরই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের ভেন্যু শারজাহ, আবুধাবি আর দুবাইয়ে।

এই এমিরেটস ক্রিকেট লিগে দল কিনতে যাচ্ছেন আইপিএলে কলকতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গ্লেজার পরিবারও দল কিনবে সেখানে। এছাড়া আইপিএলে দল কেনার লড়াইয়ে থাকা ক্যাপ্রি গ্লোবালও এমিরেটস ক্রিকেট লিগে দল কিনছে। দিল্লি ক্যাপিটালসের অংশীদারিত্ব থাকা কিরণ কুমার গান্ধীও দল নামাতে উদ্যোগী হয়েছেন।

যদিও দিল্লি ক্যাপিটালসের ৫০ শতাংশ শেয়ার থাকা পার্থ জিন্দাল থাকছেন না এই লিগে। এছাড়াও এই লিগে বিগ ব্যাশের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্সও দল নামাচ্ছে। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকেও প্রাথমিকভাবে উৎসাহ দেখা গিয়েছিল। পরে ইন্ডিয়া সিমেন্টস দল না কেনায় সেটা আর হয়ে ওঠেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password