কবিতা: জীবনের শেষ প্রান্ত
লেখক: ফারহান ইসলাম সোহেল
জীবন যেন থামছেই না,
চলমান সভ্যতার যাত্রা,
শেষ প্রান্তে একাই পথ চলা,
আজব ভুবনে জীবনের শেষ প্রান্ত হয়তোবা!!
নেই কোন আক্ষেপ,
নেই মান-অভিমান,
নেই কারো প্রতি রাগ-ক্ষোভ,
নেই চাওয়া-পাওয়ার হিসেব তন্ত্রসাধন শেষ প্রান্ত যখন!
তবুও পথ চলা একাই পথের যাত্রী,
হাজারো সাধন করি যতই যতোন,
ভাগ্যহীন এ জীবন যাযাবরের মতোন,
হয়তো আজ সেই জীবনের শেষ প্রান্তই আপন!!
নিরবতা নিরবচ্ছিন্ন সংসারজীবন,
কতই বা পারবো করতে সাধন?
নিস্তব্ধতা বিদীর্ণ আজ জীবন যাত্রা,
তবুও পথ চলা হয়তো শেষ প্রান্ত এখন !!
কেন জানি হাহাকার এ জীবন যাত্রা,
কেন জানি আজ গোধূলির সন্ধ্যাবেলা,
জীবন থেমেই গেল এই অবেলা,
তবুও নিরব মনে পথ চলা,
হয়তো আজ জীবন যাত্রায় শেষ প্রান্তের পালা!!
কি চাইছি আর কি ই বা পাইছি?
হিসেবের খাতায় শুন্যতার ঝুড়ি,
কি স্বপ্নের জাল বুনি?
কি বাস্তবতার পথে চলি?
নিরবতার মাঝেই আড়ালে রাখি,
এ কেমন পথ চলা?
হয়তো আজ জীবনের শেষ প্রান্তের ছন্দমালা!!
হাহাকার নিরবতা নিরবচ্ছিন্ন জীবনের পথ চলা।
কষ্টের মাঝেই জীবনের শেষ প্রান্তের ছন্দমালা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন