নওগাঁর বদলগাছীতে কালী পুজোয় পটকা ফুটাতে গিয়ে প্রাণ গেল শিশুর

নওগাঁর বদলগাছীতে কালী পুজোয় পটকা ফুটাতে গিয়ে প্রাণ গেল শিশুর
MostPlay

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় কালী পুজোয় পটকা ফুটিয়ে আনন্দ করতে গিয়ে প্রাণ গেল শ্রবণ কুমার (১০) নামে এক স্কুল ছাত্রের । নিহত শ্রবণ স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ও উপজেলার আধাইপুর ইউপির শ্রীকৃষ্ণপুর গ্রামের নিশি কান্তর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী শ্রী কালি পূজা উপলক্ষে অন্যান্য শিশুদের সাথে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধায় পটকা ফুটাতে গেলে আকষ্মিকভাবে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আরও বলেন পটকা ফুটাতে গিয়ে তার গলায় পটকার আগুনে খাদ্য নালি পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে বদলগাছী সরকারি হাসপাতালে নেয়ার পথেই তার মুত্যু হয়। শ্রবণের এ অকাল মুত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কেউ বাদি না হওয়ায় মানবিক কারণে তাদের অনুরোধে লাশ পরিবারের নিকট সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password