যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১০টি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ৫৪৭ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০ টা থেকে প্রতীক বরাদ্দের কাজ শুরু করেছেন যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
এ সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। শার্শা উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, উপজেলার ১০টি ইউনিয়নে বৈধ ৫৪৭জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণ সংযোগ চালাতে পারবেন। যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন