তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে
MostPlay

আজ বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানের পূর্ব উপকূলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এরপরেও আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূতহয়। জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬ কিলোমিটার গভীরে। হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। দুপুরের পরপরই এটি আঘাত হানে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ এবং উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কনো ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠে কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে।

দেশটিতে এ পর্যন্ত আট বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিনদিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি। ’ সেপ্টেম্বরে তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী বূমিকম্প আঘাত হেনেছিল। এতে একজন নিহত হয় এবং কয়েকটি ভবন ধসে পড়ে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

মন্তব্যসমূহ (০)


Lost Password