আবারো ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আবারো ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
MostPlay

ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জিওফিজিক্স এজেন্সি বিএমকেজি এক টুইটে এ খবর দিয়েছে। খবর রয়টার্সের। টুইটবার্তায় জানানো হয়, ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা বলা হয়নি। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় বেসিনের চারপাশে ‘রিং অব ফায়ার’এর অবস্থানের কারণে প্রায়শই দেশটি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শিকার হয়।

অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। দেশটিতে ২৭ কোটির বেশি মানুষ বাস করে। এর আগে বৃহস্পতিবার দেশটির পাপুয়া প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি আকারের একটি ভূমিকম্প আঘাত হানে। এতে চারজনের প্রাণ যায়। ডেইলি মেইল জানিয়েছিল, ভূমিকম্প আঘাতে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতরে আটকা পড়েন চার নারী।

পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গত ২১ নভেম্বর দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর ফলে পশ্চিম জাভায় অন্তত ৩৩১ জন প্রাণ হারান। ২০১৮ সালে দেশটির সুলাওয়েসিতে ভূমিকম্প ও সুনামিতে প্রায় ৪ হাজার ৩৪০ জন নিহত হন।

মন্তব্যসমূহ (০)


Lost Password