এফডিসি থেকে সিনেম্যাটিক স্টাইলে নায়িকার ফোন চুরি

এফডিসি থেকে সিনেম্যাটিক স্টাইলে নায়িকার ফোন চুরি

শুটিং চলাকালীন অভিনেত্রী ফারিণের ব্যবহৃত আইফোন চুরি হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। ফোন হারানোর ঘটনায় ইতোমধ্যেই থানায় সাধারণ ডায়েরি করেছেন এই অভিনেত্রী। বুধবার (০৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঘটনাটি ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে। জানা গেছে, এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফারিণ।

সিরিজটির সংশ্লিষ্টরা জানান, বিকাল আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ। সংবাদকর্মীদের সঙ্গে কথা শেষে ফারিণ খেয়াল করেন প্রোডাকশন বয় সেজে থাকা ছেলেটি নেই। সেইসঙ্গে সাধের আইফোন ১৪ প্রোও নেই। এরপরই আইনের দ্বারস্থ হন অভিনেত্রী।

মন্তব্যসমূহ (০)


Lost Password