শিবপুরের 'ফাটাকেষ্ট' জাহিদ সরকার !

শিবপুরের 'ফাটাকেষ্ট' জাহিদ সরকার !

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার। তারুন্যের অনুকরণীয় আদর্শ, সমাজসেবক ও ন্যায়ের পক্ষে অবিরত। এ যেনো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টার দ্য সুর্যসেন কিংবা ভারতীয় এক জনপ্রিয় চলচিত্রের অন্যায়ের বিরুদ্বে সোচ্চার 'ফাটাকেষ্ট' চরিত্রের প্রতিচ্ছবি। যার কর্মকান্ড প্রশংসনীয় ভূমিকা রাখছে দিনের পর দিন। আস্থা ও ভালবাসা অর্জন করেছেন সমগ্র বাঘাব ইউনিয়নবাসীর।

বাঘাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকারের উত্তরসূরি জাহিদ সরকার। একটি সুন্দর ও মডেল ইউনিয়ন গড়তে অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে নরসিংদী জেলা জুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।

তিনি ইউনিয়ন জুড়ে জমিদখল, মাদক, সন্ত্রাস, চুরি ডাকাতি, দুর্নীতি নির্মূল করে ইউনিয়নবাসীর উন্নত জীবন ব্যবস্থার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

কাজে ও সাহসীকতার জন্য জনপ্রিয় নায়ক মিঠুনের 'ফাটাকেষ্ট' ছবির অসাধারণ অভিনয়ের মাধ্যমে একনামে পরিচিত হয় নায়ক মিঠুন চক্রবর্তী। ছবির জন্য সাধারণ মানুষ থেকে ফাটাকেষ্ট হয় মিঠুন। অনেকেই বলে' ছবির প্রয়োজনে নায়ক হয় হিরো। বাস্তবে মিল থাকে না চরিত্রের সাথে। কিন্তু নায়ক না হয়েও জনগণের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার জনসাধারণের কাছে ফাটাকেষ্ট উপাধি লাভ করে।

ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার নির্বাচিত হওয়ার পর মাত্র এক বছরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে মেরামত সহ অনেক নতুন রাস্তা নির্মাণ করেছেন। বর্তমানে আরও অনেক রাস্তার কাজ চলমান রয়েছে। তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মানুষের খোঁজ খবর নেন। শীতে হাজারো অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। প্রায় প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন জমি সংক্রান্ত ঝামেলা নিরসন করছেন। তার ভালো কর্মকাণ্ড ও সাহসীকতায় বর্তমানে বাঘাব ইউনিয়ন সহ উপজেলা ও জেলার বিভিন্ন মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে 'ফাটাকেষ্ট' উপাধি পান।

বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার বলেন, আমার ইউনিয়নকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবো না। এই ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমি নির্বাচিত হওয়ার পর একবছরে বাঘাব ইউনিয়নে অপরাধ অনেকটাই কমে গেছে। এই ইউনিয়নে কোনো ধরনের মাদক, সন্ত্রাস, জমি দখল, ইভটিজিং ও চাঁদাবাজ থাকবে না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এই সমস্ত অপরাধীদের বাঘাব ইউনিয়নে জায়গা হবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password