সৌদি ব্যবসায়ী অপহরণের শিকার লেবাননে

সৌদি ব্যবসায়ী অপহরণের শিকার লেবাননে

লেবাননের বালবেক অঞ্চল থেকে হুসেইন আল-শামারি নামে এক সৌদি ব্যবসায়ী অপহরণের শিকার হয়েছেন। সোমবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে ওই ব্যবসায়ীকে অপহরণের সংবাদ প্রকাশিত হয়। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়, গত রোববার পাহাড়ি অঞ্চল বালবেকে জমি বিক্রির কথা বলে সৌদি ওই ব্যবসায়ীকে নিয়ে যান।

পরে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয় বলে গণমাধ্যমটির খবরে বলা হয়। লেবাননের সেনাবাহিনী সোমবার থেকে ওই সৌদি ব্যবসায়ীকে উদ্ধারে অভিযানে নেমেছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে লেবানন এবং সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password