নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে রুমানা-ফারজানাদের শুভসূচনা

নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে রুমানা-ফারজানাদের শুভসূচনা
MostPlay

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এবার বিশ্বকাপের মূল আসরে উঠার লড়াইয়ে শুভসূচনা করেছে রুমানা-ফারজানারা। বিশ্বকাপের বাছাই পর্বে শক্তিশালি পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পাকিস্তানি নারীদের ছুঁড়ে দেয়া ২০২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পার হয়ে যায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। রুমানা আহমেদ এবং ফারজানা হকের দুর্দান্ত ব্যাটিং নৈপূণ্যে অসাধারণ জয়টি ধরা দিলো। ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন রুমানা আহমেদ। ৬টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি। রুমানার সঙ্গী সালমা অপরাজিত থাকেন ১৩ বলে ১৮ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল দুই চারে।

এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার। দলীয় ১৪ রানেই প্রথম ধাক্কা খায় পাকিস্তান। ৬ রান করা আয়েশা জাফরকে রানআউটের ফাঁদে পেলেন ফাহিমা খাতুন। তবে পাকিস্তানের ইনিংসে বাংলাদেশের বোলাররা বড় ধস নামান ৪২-৪৯ রানের মধ্যে। পাকিস্তানকে ৪২ রানে রেখে তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ২২ রান করা মুনিবা আলী ও কোনো রান না করা ওমামিয়া সোহাইলকে ফেরান রিতু মনি। আর ১২ রান করা অধিনায়ক জাভেরিয়া খানকে জাহানারার হাতে ক্যাচে পরিণত করেন নাহিদা আকতার। দলীয় ৪৯ রানে ফিরেন ইরাম জাভেদ। তাঁর ব্যাট থেকে আসে ৩ রান। ৪৯ রান ৫ উইকেট হারিয়ে পাকিস্তান তখন কাঁপছে।

এই বিপর্যয়ে পাকিস্তানের হাল ধরেন নিদা দার ও আলিয়া রিয়াজ। বাংলাদেশের বোলারদের সামলে দলকে ১৮৬ রানে নিয়ে যান তাঁরা। সালমার বলে ৮৭ রান করা নিদার বিদায়ে ভাঙে এ জুটি। ১১১ বলে ৮ চার ও ২ ছক্কায় এ রান করেন তিনি। ফাতিমা সানাকে দ্রুত ফিরিয়ে দেন রুমানা আহম্মেদ। ৬১ রানে অপরাজিত থাকেন আলিয়া। পাকিস্তান থামে ২০১ রানে।

নারী ক্রিকেটে বরাবরই খুব শক্তিশালী দল পাকিস্তান। অথচ এই দলটির বিপক্ষে এ নিয়ে তৃতীয় জয় পেলো বাংলাদেশ। পাকিস্তানিদের বিপক্ষে সর্বশেষ চারম্যাচের তিনটিতেই জয় নিগার সুলতানা-সালমা খাতুনদের। পাকিস্তানের ঘরের মাঠ থেকেও জিতে এসেছিল নারী ক্রিকেটাররা। আরেকটি ম্যাচ জিতেছিল কক্সবাজারে। এবার জিতলো তিন নম্বর ম্যাচে। এছাড়া নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বের প্রথম ম্যাচ ছিল এটি। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও এই গ্রুপের বাকি দলগুলো হলো জিম্বাবুয়ে এবং থাইল্যান্ড।

মন্তব্যসমূহ (০)


Lost Password