নিজেদের মাঠে চেনা পরিবেশে এগিয়ে থেকেও পয়েন্ট হারাল ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি আসরে নিজেদের সপ্তম ম্যাচে এভারটনের বিপক্ষে ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে ম্যানইউ। ২ অক্টোবর রাতে ওল্ড ট্র্যাফোর্ডে যদিও রোনালদো নামেন বদলি খেলোয়াড় হিসেবে। চ্যাম্পিয়নস লিগে শেষ মুহূর্তের রূপকথায় ম্যানইউকে জেতালেও এবার আর পারেননি সিআরসেভেন। বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে ম্যানইউকে উল্লাসে ভাসান অ্যান্টনি মার্শিয়াল।
ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় ৪৩ মিনিটে এভারটনের জালে লক্ষ্যভেদ করেন মার্শিয়াল। বিরতি থেকে ফেরার ২০ মিনিটের সময় সমতা আনে এভারটন। ডোউকুরের সহায়তায় দারুণ গোলে ওল্ড ট্র্যাফোর্ডকে নিস্তব্ধ করে দেন আন্দ্রোস টাউন্ডসেন্ড। প্রথমার্ধে মাঠে ছিলেন না রোনালদো। বিরতির পর ৫৭ মিনিটের সময় কাভানিকে তুলে রোনালদোকে নামান ম্যানইউ কোচ। কিন্তু এদিন ত্রাতা হতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। ৭ ম্যাচে ৪ জয়ে ম্যানইউর পয়েন্ট ১৪। ২টিতে ড্র আর ১টিতে হার। পয়েন্ট টেবিলে অবস্থান তৃতীয় স্থানে। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে চেলসি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন