নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা পুলিশ সুপার এর কার্যালয় থেকে "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার (৩০অক্টোবর) সকাল ১০টায় এক রালি বের হয়ে শহরে মেইন রোড প্রদক্ষিণ করে পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউল রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রাকিবুল হাসান ইবনে রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, ০৬ নং ওর্য়াড এর কমিশনার শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। অনুষ্ঠানে কমিনিটি পুলিশিং কাজে বিষেষ অবদান রাখায় মহাদেবপুর থানা কমিনিটি পুলিশিং এর এস আই আবু রায়হান সরদার ও রানীনগর থানার ৪.৫.৬ নং ওয়ার্ড এর কমিউনিটি পুলিশের সহ-সভাপতি স্বর্ণা আক্তার কে সন্মাননা পদ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন লা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া প্রধান করেন।

এ সময় বক্তারা কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password