কয়লার মজুদ ফুরিয়ে যাওয়ায় দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে চুল্লী নিভে যায়। কয়লাসংকটে পুরোপুরিভাবে উৎপাদন বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। এতে ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। এর আগে গত ২৫ মে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট কয়লা সংকটের কারণে বন্ধ ঘোষণা করা হয়। মজুদ কয়লা দিয়ে সেদিন থেকে আজ পর্যন্ত চলছিল।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম খুরশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন কয়লা না আসায় সেটিও আজ বন্ধ হয়ে যায়।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্ববধায়ক প্রকৌশল রেজওয়ান ইকবাল খান জানান, আগামী জুন মাসের শেষ সপ্তাহে পুনরায় চালু হতে পারে পাওয়ার প্লান্টটি।
তবে তখন পূর্ণ শক্তিতে প্লান্টটি চালু করা সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির দুই ইউনিটের সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। কেন্দ্রটি থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।
এদিকে, পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন