করোনা আক্রান্তের শতভাগ ওমিক্রন ভ্যারিয়েন্ট

করোনা আক্রান্তের শতভাগ ওমিক্রন ভ্যারিয়েন্ট
MostPlay

সারাদেশে করোনা আক্রান্তের মধ্যে সবার শরীরেই ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। ১ থেকে ২২ ফেব্রুয়ারি সারাদেশ থেকে সংগৃহীত ৭৪টি নমুনার জিন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে বলে আইইডিসিআরবির অন্তর্বর্তী প্রতিবেদনে জানা গেছে।

যেখানে ৯৬ শতাংশ ছিল ওমিক্রনের বিএ২ এবং ৪ ভাগ ছিল বিএন১ উপধরন। এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৮ জনের শরীরে করোনা ধড়া পড়েছে, যা বছর (২০২২) শুরুর পর সর্বনিম্ন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নেমেছে ২ দশমিক ১১ শতাংশে।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে। তবে মৃত্যু সংখ্যা বেড়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৭৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সাড়ে ১৭ হাজার নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জনে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

মন্তব্যসমূহ (০)


Lost Password