বিমানের ভেতর অশ্লীল অঙ্গভঙ্গির কারণে হতে পারে ২০ বছরের জেল

বিমানের ভেতর অশ্লীল অঙ্গভঙ্গির কারণে হতে পারে ২০ বছরের জেল
MostPlay

বিমানের কর্মীর সামনে প্যান্ট খুলে দেখানোর ঘটনায় আয়ারল্যান্ডের নাগরিক শেইন ম্যাকইনার্নির ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত জানিয়েছে, হেনস্তার অভিযোগটি প্রমাণ হলে সর্বোচ্চ এ সাজা হতে পারে।

৭ জানুয়ারি ডাবলিন থেকে নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যাওয়া ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিমানের কর্মীর সামনে এমন কাণ্ড ঘটান ম্যাকইনার্নি। মাস্ক পরতে বলা হলে তিনি প্যান্ট খুলে নিজের পশ্চাদ্‌দেশ দেখিয়ে দেন। ঘটনার সপ্তাহখানেক পর ‘ইচ্ছাকৃতভাবে ফ্লাইট ক্রুদের একজনকে হেনস্তা ও অপদস্থ’ করার অভিযোগে বিচারকের সামনে দাঁড়াতে হয়েছে শেইন ম্যাকইনার্নিকে।

শুক্রবার আদালত অভিযোগপত্রটি প্রকাশ করেছে আদালত। অভিযোগে বলা হয়েছে, বারবার মাস্ক পরার অনুরোধ প্রত্যাখ্যান করেন শেইন ম্যাকইনার্নি। এমনকি পানীয়ের ক্যান ছুড়ে মারেন এবং তা এক যাত্রীর মাথায় গিয়ে লাগে। এ সময় তিনি প্যান্ট ও অন্তর্বাস খুলে সবার সামনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন। শেইন ম্যাকইনার্নি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ফুটবল একাডেমিতে যোগদান করতে দেশ ছাড়ছিলেন। সেদিনের ঘটনায় ২০ হাজার মার্কিন ডলার জরিমানা দিয়ে জামিনে রয়েছেন তিনি। বিচারকাজ চলমান রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password