নওগাঁর মান্দায় ১৪টি ইউপি'র চেয়ারম্যান পদে ১০১ জনসহ ৮৫১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মান্দায় ১৪টি ইউপি'র চেয়ারম্যান পদে ১০১ জনসহ ৮৫১ প্রার্থীর মনোনয়নপত্র জমা
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ী মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। প্রার্থী সংখ্যা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন, ভালাইন ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, পরানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন, মান্দা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন, গনেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, মৈনম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, প্রসাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, কুসুম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন, তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন, নুরুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, কাঁশোপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন, কসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, আগামি ৪ নভেম্বর প্রার্থীতা বাছাই ও ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password