অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার বেকারিকে জরিমানা
MostPlay

জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত চারটি বেকারি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে। মঙ্গলবার (২৯ মার্চ) দিনভর জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে।

জয়পুরহাট র‍্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাটের সহকারী পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে শহরের শান্তিনগর এলাকায় দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য (বিস্কুট, রুটি,সিঙ্গারা, কেক ইত্যাদি) তৈরি এবং সরবরাহ করার অপরাধে তাদের জরিমানা করা হয়।

এর মধ্যে মা ফুডস এর মালিক মো. নুরুন্নবী সিদ্দিকীকে ১৫ হাজার, রাতুল বেকারির মালিক মো. হায়দার আলী রাতুলকে ৭ হাজার, জনতা বেকারির মালিক আহম্মেদ আলীকে ২০ হাজার এবং সোহাগ বেকারের মালিক মো. তাহেরুল ইসলামসহ মোট চার প্রতিষ্ঠান মালিকের কাছ থেকের ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ মময় অস্বাস্থ্যকর খাবার, ক্ষতিকর কেমিক্যাল, ভেজাল বিস্কুট, ক্ষতিকারক খাদ্য রং, ছত্রাক রুটি, ভেজাল মিষ্টি সিঙ্গারা, ভেজাল কেক, পচা ডিম, ভেজাল পাম তেল ইত্যাদি ধ্বংস করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password