লরেনার স্তনের দাম প্রায় ১১ কোটি টাকা

লরেনার স্তনের দাম প্রায় ১১ কোটি টাকা

মেক্সিকান মডেল লরেনা ফ্যাবিয়ানা কলোটা সম্প্রতি দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে বড় স্তন রয়েছে তার। আর এজন্য প্রায় ৮০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৭৭ লাখ টাকারও বেশি) ব্যয় করেছেন তিনি। যদিও ৩৮ টিটিটি সাইজের বড় স্তনের কারণে অসহনীয় ব্যথা সইতে হচ্ছে তাকে। শারীরিক গঠন ও মুখে সার্জারি করায় প্রায় আলোচনায় আসেন লরেনা।

তবে তার বড় স্তনও সবার মনোযোগ আকর্ষণ করে। ২৫ বছর বয়সে প্রথমবার অস্ত্রোপাচার করেন এই মডেল। এরপর তার বুকে আরও ১৫টি অস্ত্রোপাচার হয়েছে। জানা যায়, লরেনার প্রতিটি স্তনের ওজন আনুমানিক ১৫ পাউন্ড। কিন্তু এখন সার্জনরা তাকে প্রিয় স্তন অপসারণ করার পরামর্শ দিচ্ছে। কারণ বড় স্তনের কারণে তার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে।

লরেনা বলেন, বিষয়টি আমার পুরো জীবনে প্রভাব ফেলছে। মনে হচ্ছে একটি ছুরি ধীরে ধীরে আমার পিঠ কাটছে। কিন্তু আমি স্তন অপসারণে রাজি নই। কারণ বড় স্তন ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। এগুলোর জন্য আমার পুরো ক্যারিয়ার উপকৃত হয়েছে। তবে যদি প্রয়োজন হয় আমি তাদের কমিয়ে ফেলব।

মন্তব্যসমূহ (০)


Lost Password