বেঁচে থাকুক রক্ত দাতা, বাঁচিয়ে রাখুক মানবতা

বেঁচে থাকুক রক্ত দাতা, বাঁচিয়ে রাখুক মানবতা
MostPlay
❝বেঁচে থাকুক রক্ত দাতা 
বাঁচিয়ে রাখুক মানবতা❞ 

২০১৬ সালের এই দিনে শুরু হয়েছিল BDBF তথা বাংলাদেশ ব্লাড ফাইটার্স (BDBF) এর পথ চলা।
কতকগুলো নবীন তরুন ও উদ্যমী যুবক ভাইদের সমন্বয়ে পথ চলা শুরু করে  মানবতার কল্যানে নিয়োজিত  এই অলাভজনক সংগঠনটি। 

সংগঠনটির পেছনে রয়েছেন অনেকে, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানবতার সেবায় নিজেদেরকে একটু শামিল করার মাধ্যমে আত্মতৃপ্তি ও সৃষ্টি কর্তার সন্তুষ্টি এবং এই ধরণীকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য। 
মানুষের সাথে মানুষের ভেদাভেদকে দূরে সরিয়ে, একটি মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠিত করার জন্যা। মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।একটু সহানুভূতি অসহায়ের মাঝে উজাড় করে বিলিয়ে দেওয়ার জন্য। 

তাই তো স্লোগানে মুখরিত ওদের ধ্বনিতে এভাবে ধ্বনিত হয়,
❝বেঁচে থাকুক রক্ত দাতা,বাঁচিয়ে রাখুক মানবতা"❞ 
মুলত রক্ত দাতা সংগ্রহ, দাতার কাছ থেকে রক্ত সংগ্রহের মাধ্যমে রক্ত গ্রহীতাকে রক্তদানই এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান ও মূল কাজ। 

সংগঠনটি ২০১৬ সালের ২৫ এপ্রিল, আজকের এই দিনে প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনের বর্তমান পরিচালক আল-ইমরান।  তিনিই সংগঠনটি দাড় করিয়েছেন। 

বিডিটাইপের একান্ত সাক্ষাৎকারে তাঁর সাথে কথোপকথনে তিনি জানান, সংগঠনটি মূলত সাতক্ষীরা জেলায় ফেসবুকের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে প্রাথমিকভাবে কাজ শুরু হয়। পরে সেটি আসতে আসতে যশোর, খুলনা, ঝিনাইদহ ও পাশাপাশি অঞ্চলে ছড়িয়ে পড়ে। 

প্রথমে অনলাইনে কাজ চলমান থাকলেও বর্তমানে অনলাইন এবং অফলাইনেও  রক্ত দাতা সংগ্রহ, রক্তদান ছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। বর্তমানে BDBF এর কার্যক্রমের সুবিধার্তে খুলনা জেলা, সাতক্ষীরা জেলা, যশোর জেলা, ঝিনাইদহ জেলাসমুহে দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছে এবং অন্যান্য জেলাসমুহেও সেবাদান চলমান থাকায়, সকল জেলা সমুহে BDBF এর স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনার মাধ্যমে সংগঠনটি কাজ করে যাচ্ছে। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, BDBF এর পরিচালক বিডিটাইপকে জানান যে, প্রত্যেকই এক একজন সুপার হিরো। যদি সে রক্তদান করে। কারন, সে একজনের জীনব বাঁচালো। 

তাই সকলকে রক্তদানে উৎসাহিত করে, BDBF এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীলদের ৬ষ্টতম প্রতিষ্টা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ ব্লাড ফাইটার্সকে মানবতার সেবায় আরও এগিয়ে নিতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করা ও দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ জানান। 

সংগঠনটি যাদের মাধ্যমে শুরু হয় তারা হলেন, আল-ইমরান, খান নাজমুস সাহাদাত, ফাইয়াজ, আমিনুর, তাওফিকুল, সুমন, সাইদুর, মোজাম্মেল, মাসুদ, মোস্তাফিজ, আরাফাত, হাদিউজ্জামান, ইমন ও প্রমুখ ব্যক্তিবর্গ।

মন্তব্যসমূহ (০)


Lost Password