ম্যানইউকে পাত্তাই দিল না লিভারপুল

ম্যানইউকে পাত্তাই দিল না লিভারপুল
MostPlay

স্পোর্টস ডেস্ক : গতকাল সুপার সানডেতে লজ্জার মুখে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলের মালা পরতে হল ম্যানইউকে। সালাহর হ্যাটট্রিকের সুবাদে রেড ডেভিলদের ৫-০ গোলে হারিয়ে দিল রেডসরা। ১৯২৫ সালের পর ইউনাইটেডের মাঠে এটাই লিভারপুলের সবচেয়ে বড় জয়। তাদের কোচ হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান ক্লপ পেলেন ২০০তম জয়ের স্বাদ।

নিজেদের চিরপরিচিত প্রেসিংয়ের সঙ্গে ওয়ান-টাচ ফুটবলের মিশেল, লিভারপুল আজ প্রথম থেকেই অপ্রতিরোধ্য ছিল যেন। একাদশ নিয়ে প্রথমে লিভারপুল সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ম্যাচ শুরু হওয়ার পর কোচের সিদ্ধান্তই আস্তে আস্তে সফলতার মুখ দেখে। ম্যাচের পঞ্চম মিনিটে গোলের সূচনা করেন ন্যাবি কেইতা। ১৩ মিনিটেই ব্যবধান দ্বিগুন করে পেলে দিয়েগো জোতা। ৩৮ মিনিটে নিজের গোলের সূচনা করেন মোহাম্মদ সালাহ। প্রধমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৫ মিনিট) নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করেন সালাহ।

দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন সালাহ। ৫০ মিনিটের মাথায় নিজের তৃতীয় গোলটি করেন সালাহ তাতে লিভারপুল এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। ৬০ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় রেড ডেভিলসরা। এ সময় পল পগবা মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ম্যানইউকে। অবশ্য বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তাতে রোনালদো-পগবারা লজ্জাজনক এক হার নিয়ে মাঠ ছাড়ে। পুরো ম্যাচে ম্যান ইউর খেলোয়াড়রা নিজেদের খোলস থেকেই বের হতে পারেন নি। পুরো ম্যাচে একবার গোল করার মতো এক্রমণ করেছিল রেড ডেভিলরা। রোনালদোর সেই চেষ্টায় একটা গোল প্রায় শোধও দিয়ে ফেলেছিল তাঁরা। কিন্তু ভিএআরের বদৌলতে দেখা যায় রোনালদো অফসাইডে ছিলেন। ফলাফল? গোল বাতিল।

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ষষ্ঠ জয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে তৃতীয় হারে আগের ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানইউ।

মন্তব্যসমূহ (০)


Lost Password