কলকাতার তৃতীয় নাকি চেন্নাইয়ের চতুর্থ শিরোপা?

কলকাতার তৃতীয় নাকি চেন্নাইয়ের চতুর্থ শিরোপা?
MostPlay

স্পোর্টস ডেস্ক : আজ রাত ৮টায় দুবাইয়ে আইপিএলের চতুর্দশ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইর্ডাস এবং চেন্নাই সুপার কিংস। ক্রিকেট প্রেমীদের মনে এওখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কলকাতার তৃতীয় নাকি চেন্নাইয়ের চতুর্থ শিরোপা?

আইপিএলের সফলতম দলগুলোর একটি সিএসকে সর্বোচ্চ ৯ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে তিনবার। অন্যদিকে, দুইবার ফাইনালে উঠে দুইবারই ট্রফি উঁচিয়ে ধরেছে কেকেআর। ফাইনালের পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সব পরিসংখায়ন মিলিয়ে এগিয়ে থাকা চেন্নাই চলতি আসরেও গ্রুপ পর্বে দুইবারই হারিয়েছে কলকাতাকে। এখন পর্যন্ত দুই দলের ২৭ বারের দেখায় চেন্নাই জিতেছে ১৭টিতে, আর কলকাতা ৯টি। ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই তাই আজ রাত ৮টায় দুবাইয়ের ফাইনালে এউইন মরগানের দলের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল।

আইপিএলের চতুর্দশ আসরের দুই পর্বেই দাপট দেখিয়ে দশমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ধোনির চেন্নাই। অপরদিকে করোনায় থমকে যাওয়া আইপিএলের অবশিষ্ট অংশে ভালোই চমক দেখায় কলকাতা। দলের ক্রিকেটাররা ব্যাটে-বলে একের পর এক নৈপুণ্য দেখিয়ে শেষ পর্যন্ত ফাইনালও নিশ্চিত করেন। সর্বশেষ দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে পরাজিত করে কলকাতা। রবিচন্দ্রন অশ্বিনের বলে ছক্কা হাঁকিয়ে ফাইনাল নিশ্চিত করেন কলকাতার রাহুল ত্রিপাঠি।

দুবাইয়ের ফাইনালটাকে দুই সেরা কৌশলী ‘ক্যাপ্টেন কুল’ ধোনি ও মরগ্যানের লড়াই হিসেবেও দেখছেন কেউ কেউ! ক্রিকেটের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এ দু’জন। সবকিছু মিলিয়ে জমজমাট এক ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

মন্তব্যসমূহ (০)


Lost Password