আবারও বিশ্বকাপ না খেলার শংকা ইতালিয়ানদের

আবারও বিশ্বকাপ না খেলার শংকা ইতালিয়ানদের
MostPlay

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের পর ২০২২ সালের বিশ্বকাপ নিয়েও শঙ্কায় পড়ে গেছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। গত জুলাইয়ে ইউরোপ সেরা হওয়া দলটি তিন মাসের ব্যবধানে নিজেদের হারিয়ে খুঁজছে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে গতরাতে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ড্র করায় ইতালির বিশ্বকাপ ভাগ্য এখন ঝুলছে। রাতের আরেক ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে উড়তে থাকা ইতালি চার মাসের ব্যবধানে যেন মাটিতে আছড়ে পড়ল। তিন দিন আগে সুইজারল্যান্ডের বিপক্ষেই শেষ দিকে পেনাল্টি পায় তারা। কিন্তু জর্জিনিয়োর ব্যর্থতায় ১-১ ড্রয়ে ঝুলে যায় তাদের বিশ্বকাপ ভাগ্য। সেটিই এবার ছিনিয়ে নিল ইউরো-২০২০ এর কোয়ার্টার-ফাইনালিস্ট সুইজারল্যান্ড। অথচ দুই ম্যাচ আগেও পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ইতালির হাতে। তখন ছয় ম্যাচে তাদের সংগ্রহ ছিল ১৪ পয়েন্ট, সমান ম্যাচে সুইজারল্যান্ডেরও ছিল ১৪ পয়েন্ট। সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও ইতালি। সেদিন ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ইউরো চ্যাম্পিয়নরা।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে প্রতি গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষ দলই পাবে কাতার বিশ্বকাপের টিকিট, দ্বিতীয় হওয়া দলকে খেলতে হবে প্লে-অফ। ৮ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে সুইসরা। ৮ ম্যাচে ৪ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকা ইতালিকে বিশ্বকাপে খেলতে হলে পার করতে হবে প্লে অফের বাধা।

মন্তব্যসমূহ (০)


Lost Password