ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করার পরিকল্পনা করছে ইসরায়েল

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করার পরিকল্পনা করছে ইসরায়েল
MostPlay

এদিকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ইরানকে ফেরাতে আলোচনা এবং কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইসরায়েল সরকার দেশটির পারমাণবিক সকল কেন্দ্রগুলিতে হামলা করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান গতকাল এ তথ্য জানিয়েছেন বলে জানা গেছে। আনাদোলুর মতে জানা যায়, কান জানিয়েছেন, ইরানের সাথে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে করনিয় নিয়ে ইসরায়েল সরকার তাদের নিরাপত্তা সংস্থাগুলিকে পরিকল্পনা প্রস্তুত করতে বলে রেখেছে।

কান আরো জানিয়েছেন, ইসরায়েলের গোয়েন্দারা জানিয়েছেন, ইরান সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলা রুখতে সিরিয়া, লেবানন সহ ইরাকের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের চেষ্টা করছে বলে জানানো হয়। ইসরায়েল ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে আবার ফেরার বিরুদ্ধে। পারমাণবিক সব ফাইল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় আলোচনায় রয়েছে ইসরায়েল। এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছেন, আগামী বছর ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার জন্য ইসরায়েলি বিমান বাহিনী অনুশীলন শুরু করবে।

গত সপ্তাহে, ইসরায়েলি মিডিয়া জানিয়েছেন যে ইসরায়েলি সরকার ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দ করেছে বলে জানা গেছে।জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি জলাবদ্ধতার মতো আঘাত করেছে আমাদেরকে। বাক্য বিনিময় করে সেন্ট্রিফিউজগুলিকে বাধা দেয়া যায় না। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।

সূত্র: মিডলইস্ট মনিটর।

মন্তব্যসমূহ (০)


Lost Password