ইরানের হ্যাকাররা মোসাদ প্রধানের মোবাইল হ্যাক করেছে

ইরানের হ্যাকাররা মোসাদ প্রধানের মোবাইল হ্যাক করেছে
MostPlay

ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ারের মোবাইল হ্যাক করেছে বলে জানা গেছে। হ্যাকের পর ইংরেজি, আরবি ও পার্সিয়ান ভাষায় মোসাদ প্রধানের কিছু ব্যক্তিগত ছবি, ভিডিও ও পারিবারিক তথ্য প্রকাশ করেছে ইরানি হ্যাকাররা।

বুধবার (১৬ মার্চ) মোসাদ প্রধানের ফোন হ্যাকের ঘটনাটি জানতে পারে দেশটির গোয়েন্দা বিভাগ। জানা গেছে, কিছুদিন আগে ডেভিডের স্ত্রী রনির কাছ থেকে ফোনটি হারিয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ইরানের একটি টেলিগ্রাম গ্রুপের হ্যাকাররা এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে মোসাদের সাবেক প্রধান ডেনি ইয়াটম বলেছেন, ডেভিডের ফোন হ্যাক করে তার থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারেনি হ্যাকাররা। ডেনি আরও বলেন, মোসাদের বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ারের মোবাইল ফোনটি বেশ পুরোনো মডেলের। তবে তার ফোন থেকে ইসরায়েলের কোন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারবে না হ্যাকাররা।

মন্তব্যসমূহ (০)


Lost Password