ফিলিস্তিনের বৈধ অবস্থানের পক্ষে ইরান

ফিলিস্তিনের বৈধ অবস্থানের পক্ষে ইরান
MostPlay

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হামাস নেতাদের জানিয়েছেন, ফিলিস্তিনের বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে তেহরান। গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ চলছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদি নেতাদের সঙ্গে রোববার ফোনালাপ করেছেন ইরানি প্রেসিডেন্ট রাইসি।

সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় তার। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা (আইআরএনএ) জানিয়েছে, ইসলামিক জিহাদি আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহের সঙ্গে টেলিফোনে আলাদা আলাপ করেন প্রেসিডেন্ট রাইসি।

শনিবার থেকে ইসরাইলে হামলা চালানোকে ফিলিস্তিনের জন্য ‘বড় বিজয়’ বলে আখ্যা দিয়েছে মিত্র ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বলেছেন, এই বিজয়ী অভিযান ইহুদি বাদের শাসনের পতনকে সহজতর করেছে এবং তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। তবে হামাসের অভিযানে ইরানের হাত রয়েছে কিনা, এ বিষয়ে কোনো প্রমাণ পায়নি পশ্চিমা গোয়েন্দারা।

তথ্যসূত্র: এএফপি।

মন্তব্যসমূহ (০)


Lost Password