বাংলাদেশকে দেখে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নেওয়া উচিত ভারতের

বাংলাদেশকে দেখে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নেওয়া উচিত ভারতের
MostPlay

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের অশালীন বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির মহাসচিব শায়েখ সাজিদুর রহমান বলেছেন, বাংলাদেশকে দেখে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নেওয়া উচিত ভারতের। ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদ ও নিন্দা করতে সরকারের আহ্বান জানিয়েছেন হেফাজত মহাসচিব।

মহানবী (সা.) সম্পর্কে অশালীন মন্তব্যকারীদের বিচার, ভারতের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান তিনি। অন্যথায় ভারতীয় পণ্য বর্জনের হুঁশিয়ারি দেন। হেফাজত মহাসচিব বলেছেন, বিজেপি নেতাদের কটূক্তি মুসলমানদের আঘাত করেছে, চরম ক্ষুব্ধ করেছে। বিজেপি মুখপাত্রের বক্তব্য ধর্মের ওপর রাষ্ট্রীয় আঘাত।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই লাগাতার ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ভারতীয় মুসলমানদের ওপর নির্যাতন দিন দিন বাড়ছে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে প্রতিবাদ করতে হবে। সাজিদুর রহমান বলেছেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও ধর্মীয় সংখ্যালঘুরা এখানে নিরাপদ ও সম্প্রীতির পরিবেশে বাস করছেন।

ক্ষমতাসীন দূরে থাক বাংলাদেশে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক ব্যক্তিও অন্য ধর্মকে কটাক্ষ করার সাহস করে না। ভারতের উচিত এ শিক্ষা নেওয়া। মানববন্ধনে সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। বক্তৃতা করেন অপর সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password