নওগাঁ মান্দায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নওগাঁ মান্দায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র পদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ হোসাইন প্রামানিক।

আজ রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মান্দা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী শরীফ হোসাইন উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামের বাসিন্দা। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলার কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে টেবিল ফ্যান প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থী শরীফ হোসাইন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাই কমান্ডের নির্দেশনা ও পরামর্শে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ঢাকা মহানগর উত্তর ও নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাবেক সদস্য।

সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, নুরুল্লাবাদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password