স্বাধীনতা দিবসের উদযাপন শুরু ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে

স্বাধীনতা দিবসের উদযাপন শুরু ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে
MostPlay

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে (ভোর ০৫ টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড) এ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে তা শুরু হয়।

ঢাকার তেজগাঁওস্থ পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে স্বাস্থ্যবিধি মেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

ঐতিহাসিকভাবে সামরিক বাহিনীর এই তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানোর রেওয়াজ রয়েছে। তোপধ্বনির মাধ্যমে সামরিক অভিবাদনের প্রথাটি আন্তর্জাতিকভাবে প্রচলিত। বাংলাদেশে স্বাধীনতা ও বিজয় দিবসে তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password