জাককানইবি ছাত্রীমেসে আগুন; আট থেকে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জাককানইবি ছাত্রীমেসে আগুন; আট থেকে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি
MostPlay

‌ময়মনসিংহে শনিবার ভোররাতে ছাত্রীদের মেসে আগুন লেগে যায়। এতে কয়েকটি কক্ষ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে যাওয়া ছাত্রী মেসটির নাম সুফিয়া আজিজ ভিলা। মেসটি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে। ‌ভুক্তভোগী শিক্ষার্থী সাদিয়া রহমান নুন জানান "বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে যায়। এতে ওই মেসের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

কক্ষের ভেতরে থাকা ছাত্রীদের বইপত্র, গুরুত্বপূর্ণ কাগজ, আসবাব, ল্যাপটপ ও ফ্রিজ পুড়ে যায়।" ভোর পাঁচটার দিকে মেসটিতে আগুনের সূত্রপাত ঘটে ৫নং কক্ষ থেকে। ১৫ মিনিটের মধ্যেই আরও ৫টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে, কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে শিক্ষার্থীরা।

মেসের আরেক সদস্য তনিমা জানান, ফজরের নামাজের সময় সিলিংয়ে আগুনের টের পেয়ে পাশের রুমের সকলকে ডেকে বের করেন শিক্ষার্থীরা। ৫ থেকে ১০নং কক্ষের কেউই কোন জিনিসপত্র ঘর থেকে বের করতে পারেনি। কেবল সশরীরের বের হয়েছে তারা। এক ঘন্টার অধিক সময় পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ত্রিশালের ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ধারণা করা হচ্ছে নিম্নমানের ইলেক্ট্রিক জিনিস ব্যবহারের কারণেই শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পোহাতে হয়েছে তাদের।

আশপাশে পানির কোন সোর্স না থাকায় স্টোরেজ পানি দিয়েই কাজ করতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুনে শিক্ষার্থীদের ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিভিন্ন শিক্ষার্থীরা। আগুন লাগার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান এবং ছাত্র পরামর্শক ও উপদেষ্টা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার। শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসকে জানিয়ে ঘটনাস্থলে এসেছি। শিক্ষার্থীদের বেশ ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনা আমাদের এবং শিক্ষার্থীদের আহত করেছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password