নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত আজিম উদ্দিন সরদার (৬৫) হাসপাতালে মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (০৭ আগষ্ট) ভোরে মারা যান তিনি।

তিনি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। রাজশাহী শহরের লক্ষ্মীপুরে ভাগ্নীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলে জানা গেছে। নিহতের মেয়ে নাহিদা আক্তার মারুফা বলেন, আমার নিজ ফুফাতো বোন নাছুমা আক্তারকে রাজশাহীতে ডাক্তার দেখানো জন্য বাবা শনিবার সকালে বাড়ি থেকে রওনা হয়।

ফুফাতো বোন নাছুমা আক্তারকে ডাক্তার দেখিয়ে রাত সাড়ে ৯টার সময় একটি মাহেন্দ্র গাড়িযোগে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে মধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় তাঁদের বহনকারী মাহেন্দ্রটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাবা আজিম উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা আজিম উদ্দিন মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password