বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে খেলছেন না ইমাদ ও আসিফ আলী

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে খেলছেন না ইমাদ ও আসিফ আলী
MostPlay

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যার্থতা ভূলে আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকালের ম্যাচের জন্য বাংলাদেশ দল এখন পর্যন্ত ঘোষনা না করা হলেও পাকিস্তান তাদের ১২ সদস্যের দল ঘোষনা করে দিয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্টড়েলিয়ার বিপক্ষে খেলা দলের থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচে খেলা মোহাম্মদ হাফিজ তরুণদের সুযোগ করে দিতে বাংলাদেশ সফর থেকে নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।

হাফিজ ছাড়া এই ম্যাচে রাখা হয়নি বিশ্বকাপে সাড়াজাগানো ব্যাটিং করা আসিফ আলী ও স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এই তিনজন ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা বাকি ক্রিকেটারদের রাখা হয়েছে ১২ জনের স্কোয়াডে। তাদের সাথে আগামীকালের ম্যাচে রাখা হয়েছে হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। ই চারজনের মধ্যে অন্তত তিনজন খেলবেন প্রথম ম্যাচে। পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টের ওপর নির্ভর করছে প্রথম ম্যাচের একাদশে এ চারজনকেই নেওয়া হবে কি না।

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ জনের দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফাখর জামান, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।

মন্তব্যসমূহ (০)


Lost Password