মান্দা বি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

মান্দা বি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
MostPlay

নওগাঁর মান্দায় বিলকরিল্যা বি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও অনিয়মের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ করে।

বুধবার বেলা ৪ টার সময় স্কুল সংলগ্ন মাঠে আবুল কালাম এর সভাপতিত্বে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ব্যানারে মানববন্ধনে তারা আত্মসাতের অভিযোগ করেন। মানববন্ধনে বক্তারা জানান, পূর্বে অবৈধভাবে কমিটি গঠনের প্রক্রিয়াকে এলাকাবাসী বাধা দিয়ে মামলা করলে মামলার সূত্র ধরে দীর্ঘদিন ধরে কমিটি গঠন বন্ধ ছিল।

মামলার বিষয়টি গোপন করে ম্যানেজিং কমিটি গঠন করে, শিক্ষক নিয়োগ দিয়ে খেলার মাঠ তৈরী করার কথা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রধান শিক্ষক প্রবোধ কুমার। বিদ্যালয়ের খেলার মাঠ না থাকায় ছেলে মেয়েরা খেলাধুলা থেকে বঞ্চিত। সুস্হ মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নাই, তাই অভিভাবক দের দাবি দীর্যদিনের অর্থ সংকটের কথা বলে দীর্ঘসূত্রিতা করতেন।প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় বিদ্যালয় মাঠ সংস্কারের নাম করে কিন্তু মাঠ সংস্কার না করায় এলাকাবাসী প্রতিবাদ করলেও কর্ণপাত না করে সমস্ত অর্থ আত্মসাৎ করেন প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস।

মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের আত্মসাৎকৃত অর্থ ফিরিয়ে মাঠ সংস্কার করে সুস্থ ধারার শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে। এসময় স্হানীয় শিক্ষক, ব্যাবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র/ছাত্রী সহ এলাকার জনসাধারণ প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password