নওগাঁর মান্দায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

নওগাঁর মান্দায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

নওগাঁর মান্দায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দারুল কুরআন মহিলা হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ রবিবার (০৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক হাবিবুর রহমান অভিযুক্ত শিক্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করেন।

এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। আটক হাফিজুর রহমান কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া কানাইপাড়া গ্রামের মোহর পেয়াদারের ছেলে। জানাগেছে, গত তিনবছর ধরে ওই শিক্ষক মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন। ওই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০ জন মেয়ে শিশু শিক্ষার্থী পড়াশোনা করেন। মাদ্রাসাটি কোন কমিটি না থাকায় শিক্ষক হাফিজুর রহমান একক নেতৃত্ব এটি পরিচালনা করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক নারী জানান, মাদ্রাসাটিতে পাঠদানের জন্য আয়েশা সিদ্দিকা ও সুমাইয়া আক্তার নামে দুইজন নারী শিক্ষক ছিলেন। হুজুরের আচার ব্যবহার ভাল না হওয়ার কারণে চাকরি ছেড়ে চলে গেছে তারা।

ওই মাদ্রাসার এক শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার বিকেলে হুজুরের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে কেতাব শিক্ষার এক শিক্ষার্থীর সঙ্গে শনিবার রাতে হুজুর খারাপ আচরণ করেন। হুজুর মাঝে মধ্যে ওই শিক্ষার্থীকে বিরক্ত করত। মারপিটের ভয়ে কাউকে কিছু জানায় নি।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, বিষয়টি জানার পর মহিলা হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password