সারা বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান হামাস প্রধানের। গাজার হাসপাতালে চালানো ঘৃণ্য হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাকও দিয়েছে সংগঠনটি। সশস্ত্র গোষ্ঠীটির প্রধান ইসমাইল হানিয়া এক ভিডিও বার্তায়, আরব ও মুসলিম বিশ্বকে নিন্দা জানানোর আহ্বান জানান।
বলেন, সব দেশে, সব শহরের সবাই ঘরের বাইরে বেরিয়ে আসুন, আওয়াজ তুলুন। শত্রুদের এই নৃশংসতা, বর্বরতা বন্ধে গোটা মুসলিম জাতিকে এক হয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান হানিয়া।
ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আরব ও মুসলিম বিশ্বকে এই অপরাধ, বর্বরতা আর নৃশংসতার বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানাই। শত্রুকে থামাতে সব শহর আর রাজধানীতে সবাই বেরিয়ে পড়ুন, আওয়াজ তুলুন। আসুন গোটা মুসলিম জাতি আমরা এক হয়ে দাঁড়াই। কারণ ফিলিস্তিনিরা ইতিহাস লিখছে, যা আমাদের জনগণ এবং জাতির জন্য হবে গৌরবের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন