রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আরো ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আরো ৪ জনের মৃত্যু
MostPlay

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ২ নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে এবং উপসর্গ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। তিনি আরো জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১২২ জন। এক দিনে নতুন ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৩৬৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৮১ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password