এসি নয়, গ্যাস অথবা সুয়ারেজ লাইন থেকে হতে পারে বিস্ফোরণ

এসি নয়, গ্যাস অথবা সুয়ারেজ লাইন থেকে হতে পারে বিস্ফোরণ

বিস্ফোরণের পর রাজধানীর সিদ্দিকবাজারের টুইন টাওয়ারটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির ভূগর্ভস্থ কক্ষগুলো এমন বিধ্বস্ত অবস্থায় আছে যে, সেখানে ঢুকলে প্রাণহানিও ঘটতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে ঢুকলেও অনুসন্ধান চালাতে পারছেন না। এখন প্রকৌশলীদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে উদ্ধার অভিযান।

ভূগর্ভস্থ কক্ষগুলো সম্পর্কে জানতে চাইলে বুধবার (৮ মার্চ) ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমণি বলেন, ভেতরে কংক্রিটের বড় বড় চাঁই পড়ে আছে। ভূগর্ভস্থ কক্ষে অনেক ভাঙা জিনিস আছে, বিশাল বিশাল স্লাব আছে। এখন ওই স্লাব বা চাঁইয়ে টান মারলে ভবন ধসে পড়বে। ‘গ্রাউন্ড ফ্লোর ভেঙে বেজমেন্টে পড়েছে। টুকরো টুকরো না, একেবারে আস্ত পড়েছে।’

তিনি বলেন, ‘এখন প্রকৌশলীরা এসে ভবনে ঠেকনা দিলে আমরা ভেতরে ঢুকতে পারব। এ ভবনে হাতুড়ি-শাবল চালানো যাবে না। ভবনের ১৫টি কলামের পাঁচটা ভেঙে গেছে। যে কারণে ভবনটি স্থিতিশীল না। কাজেই সেখানে কিছু কাটতে গেলে কম্পন হবে। ভবন ভেঙে পড়বে। কাজেই রাজউকের প্রকৌশলীরা আসলে তাদের পরামর্শ মতো উদ্ধার অভিযান চালাব।’

এদিকে নর্থ-সাউথ রোডে ভয়াবহ বিস্ফোরণ এসির গ্যাস থেকে হয়নি বলে জানিয়েছে র‌্যাবের বোম্প ডিস্পোজাল ইউনিট। দুপুর ১২টার দিকে বোম্ব ডিস্পোজাল ইউনিট আর ডগস্কোয়াড নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে র‌্যাব। পরে তারা জানায়, এসির গ্যাস থেকে এতো বড় বিস্ফোরণ হতে পারে না। যেহেতু বিস্ফোরণের সূত্রপাত আন্ডারগ্রাউন্ডে তাই তাদের ধারণা গ্যাস লিকেজ কিংবা সুয়ারেজ গ্যাস চেম্বার থেকে হতে পারে এমন দুর্ঘটনা।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। তবে সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।’ ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতা, সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইনের গ্যাস সব কিছুই বিবেচনায় নেয়া হচ্ছে। এদিকে বিস্ফোরণ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপতত আশপাশের অপারেশন চালিয়ে যাবে ফায়ার সার্ভিস। এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণ ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়। হাসপাতাল থেকে বাকি ১টি মরদেহ আগেই স্বজনরা একরকম জোর করে নিয়ে গেছেন বলে জানা গেছে। বিস্ফোরণে আহত হন শতাধিক।

ভয়াবহ বিস্ফোরণে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জ‌নের অবস্থাই আশঙ্কাজনক ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। বুধবার বার্ন ইনস্টিটিউটে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান তিনি। দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি হয় জানিয়ে ডা. সামন্ত বলেন, শরীর দগ্ধ না হওয়ায় একজন‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে স্থানান্তর করা হয়েছে। ১০ জনের মধ্যে তিনজন আইসিইউতে, দুজন লাইফ সা‌পো‌র্টে; বা‌কিরা এস‌ডিইউ‌তে আছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে জানিয়ে তিনি বলেন, অনেকের শরীরের ৯০ শতাংশ, কারও ৮০ শতাংশ, আবার কারো ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password