উত্তপ্ত ইডেন কলেজ; সভাপতি-সাধারণ সম্পাদককে বের করে দেয়ার দাবি

উত্তপ্ত ইডেন কলেজ; সভাপতি-সাধারণ সম্পাদককে বের করে দেয়ার দাবি
MostPlay

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে সাড়ে ৫টর দিকে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা আহত হয়েছেন। অপরদিকে অন্য গ্রুপের কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুম্মিতা বাড়ৈ আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। এর আগে, আজ রোববার ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ, জান্নাতুল ফেরদৌসসহ অন্য নেত্রীরা এ ঘোষণা দেন।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জ্ঞাপন করেন তারা। প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে হল থেকে বের করে দেয়া হয়। পরে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীবাসটির সব শিক্ষার্থীকে বদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদৌসে পক্ষে অনুসারীদের জিজ্ঞেস করলে তাদের দাবি ওই ছাত্রীবাসের শিক্ষার্থীরাই সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে নিয়ে গত রাতে জান্নাতুল ফেরদৌসকে মারধর করেছে। তাদের দাবি, নিজস্ব বলয় তৈরি করে হেন অপকর্ম নেই যা ক্যাম্পাসে করছে না সভাপতি-সাধারণ সাম্পাদকের অনুসারী এই দলটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password